বুধবার   ১৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ৩০ ১৪৩২   ২২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

জকসুর নীতিমালা পাশ হচ্ছে আগামী ১০ কর্মদিবসের মধ্যে 

আবিদ হাসান বাঁধন, ঢাবি সংবাদদাতা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫  

আগামী ১০ কর্মদিবসের মধ্যে পাস হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের নীতিমালা।  একইসাথে আগামী ২৭ নভেম্বর আগেই নির্বাচন সম্পন্ন করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। 

 

আজ (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন জকসু নির্বাচন নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে এ-সব কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। 

 

উপাচার্য বলেন, আমরা আজকে জকসুর সংবিধি পাসের জন্য সরকারের উচ্চ মহলের সাথে কথা বৈঠক করেছি। বৈঠকে আমরা অনুরোধ জানিয়েছি আগামী ২০ অক্টোবরের মধ্যে মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে যেন জকসু সংবিধি পাস হয়। আশাকরি আগামী সপ্তাহে যে-কোনো সময় সংবিধি পাস হতে পারে। 

 

উপাচার্য আরও বলেন, আশাকরি এ সময়ের মধ্যে যদি জকসু সংবিধি পাস হয় তাহলে আমরা ২৭ নভেম্বরের আগেই জকসু নির্বাচনের আয়োজন করা হবে। এছাড়া এ-র আগেই জকসু নির্বাচনের সকল প্রক্রিয়া শেষ করতে আমর নির্বাচন প্রস্তুতি কমিটিকে নির্দেশনা দিয়ে দিয়েছি।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক দৈনিক জনকণ্ঠকে বলেন, আজকে আমরা সরকারের উচ্চ মহল এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিদের সাথে জকসু নির্বাচন সম্পন্ন করতে বৈঠক করেছি। তারা সবাই উদ্বিগ্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল নিরাপত্তা নিশ্চিত করবে জানিয়েছেন। 

 

তিনি আরও বলেন, আমরা আশাকরি আমাদের বিশ্ববিদ্যালয়ের ২০ তম দিবসের দিন বা আগামী ২৩ অক্টোবরের মধ্যেই জকসুর সংবিধি পাস হবে।

এই বিভাগের আরো খবর